[New] একাদশ শ্রেণী ইতিহাস সব অধ্যায় প্রশ্ন উত্তর | 11 History All Chapter Question Answer | Class 11 History Notes
Class 11 History All Chapter Question Answer | Class 11 History Notes
একাদশ শ্রেণী ইতিহাস সব অধ্যায় প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির ইতিহাস নোট
একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 11 History History Question Answer
একাদশ শ্রেণীর ইতিহাস নোট | Class 11 History Notes
ভূমিকা (Introduction):-
ইতিহাস কাকে বলে - এ প্রশ্নের উত্তর এক কথায় বা অল্প কথায় বলা যায় না। আসলে ইতিহাস যেন এক বিশেষ আতশকাচ যা দিয়ে অতীতের ঘটে যাওয়া নানান ঘটনার ব্যাখ্যা পাওয়া যায়। ইতিহাস এক আলোকবর্তিকাও বটে, যা অতীতের অন্ধকারাচ্ছন্ন পথে আলো দেখায়, সত্য-মিথ্যার পার্থক্য গড়ে দেয়। ইতিহাসের ব্যাখ্যা অসংখ্য। ইতিহাস-দর্শনেও বৈচিত্র্য প্রচুর। অনেকে বলেছেন স্বাধীনতার পথ পরিক্রমা হল ইতিহাস। আবার মানবসভ্যতার ধারাবাহিক বিকাশকে ইতিহাসের চালিকা শক্তি বলেও কেউ কেউ অভিহিত করেছেন। মার্ক ব্লক বলেছিলেন, ইতিহাস হল Science of men in time অর্থাৎ দেশ-কাল-মানুষের কাহিনি হল ইতিহাস। হেনরী পিরেনের মতো অনেকে ইতিহাসে খুঁজেছেন জীবনের স্পন্দন। তিনি জোর কণ্ঠে ঘোষণা করেছিলেন 'আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না। আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি।
ইতিহাসের ধারণাঃ-
প্রখ্যাত ঐতিহাসিক ই. এইচ. কার কাকে বলে ইতিহাস' (What is History)- এই মর্মে একের পর এক বক্তৃতা দিয়েছিলেন। পরে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। সেখানেও তিনি দেখিয়েছেন ইতিহাস যেন এক অনন্ত ভাঙাগড়ার খেলা। এক একটা যুগ তার আর্থসামাজিক প্রেক্ষাপটে গড়ে তোলে এক বিশেষ নির্মাণ। পরের যুগে তার বিনির্মাণ ঘটে, দেখা দেয় অন্য আর-এক ইতিহাসের ধাঁচ। এভাবে যেন একদিকে বন্ধন মুক্তি অন্যদিকে আবার নতুন শিকলে জড়িয়ে পড়া। এ পথেই চলে ইতিহাস।
এই
ইতিহাস লেখা ঐতিহাসিকের কাজ। তিনি কবি নন। কবি এই পৃথিবীর বিশালতার
কথা ভেবে অপেক্ষা করতে পারেন। কিন্তু ঐতিহাসিককে থেমে থাকলে চলে না। তাকে অতীতের কারবারি হতেই হয়। তবে দূর থেকে কোনো একটি কালাকে দেখছেন বলেই তাঁর দৃষ্টি যে নিরাসক্ত হবে
এমন কোনো কথা নেই। ইতিহাস রচনার বিভিন্ন প্রেক্ষিতে পক্ষপাত তাকে পথভ্রষ্ট করবে। অবদমিত কামনা-বাসনা তাঁর ব্যাখ্যায় রূপ নেবে। ঐতিহাসিকও কোনো বিশেষ দেশের, কোনো বিশেষ কালের মানুষ। তাই তিনিও কালের পুতুল। জাতি-সংস্কার তোলা কঠিন। শ্রেণিস্বার্থ ভোলা আরও কঠিন। আর যুগধর্মকে উপেক্ষা
করা কঠিনতম। অমলেশ ত্রিপাঠী বলেছিলেন, খন্ড সত্যকে আপন যুগের মুকুরে ঝাপসাভাবে দেখেই তারা ভাবেন চিরন্তন ও অনন্ত সত্য
দেখছি।
আসলে ইতিহাসে 'অখণ্ড সত্য' বলে কিছু হয় না। সত্য এখানে বিভিন্ন ঐতিহাসিকের কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। আর এই বহুরূপই হল ইতিহাসের প্রাণশক্তি। একসময় ঐতিহাসিক অ্যাকটন মনে করেছিলেন চূড়ান্ত ইতিহাস লেখা সম্ভব। তিনি কেম্ব্রিজ ইতিহাসের সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। সেখানে তাঁর বক্তব্য ছিল যে তাঁরা চূড়ান্ত ইতিহাসে পৌঁছোতে না পারলেও প্রথাগত ইতিহাসকে বাতিল করতে পারবেন এবং সেই পথ ধরে একদিন চূড়ান্ত ইতিহাস লিখে ফেলা সম্ভব হবে। এর প্রায় ষাট বছর পরে কেম্ব্রিজ ইতিহাসেরই ভূমিকায় স্যার জর্জ ক্লার্ক বলেন পূর্ববর্তী প্রজন্মের ঐতিহাসিকাদের মতো তাঁরা প্রত্যাশা করেন না। তাঁরা আশা করেন যে তাঁদের লেখা বরাবরই অতিক্রান্ত হবে। অতীতের দর্শন এভাবে স্তরে স্তরে সংশোধিত হয়েছে। এই জ্ঞান অপরিবর্তনীয় নয়। তিনি বলেন ইতিহাস হল অন্তহীন সন্ধান।
অ্যাকটন ও ক্লার্কের এই মত-বৈপরীত্য আসলে দুই যুগের বৈপরীত্য। অ্যাকটন ছিলেন ভিক্টোরীয় যুগের ইতিবাচক বিশ্বাস ও নির্মল আত্মবিশ্বাসের প্রতীক। অপরদিকে ক্লার্ক এক পরাস্ত প্রজন্মের বিমূঢ়তা ও সংশয়বাদ নিয়ে উপস্থিত। আসলে দুজনেই কালের পুতুল। ঐতিহাসিককে তাঁর নিজের সময়, নিজের বিশ্বাস, নিজের পারিপার্শ্বিক যেমনভাবে ভাবায় তিনি তেমনিভাবে ভাবেন। ঐতিহাসিকের বর্তমান গড়ে দেয় তার অতীত বর্ণনা। অনেক সময় সমকালের সংকটের সমাধান খোঁজা হয় ইতিহাসের গর্ভে। বর্তমান যেমন ইতিহাস গড়ে, ইতিহাসও তেমন গড়ে বর্তমান। আর এই সমস্ত প্রক্রিয়ায় ব্যক্তি- ঐতিহাসিক বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তাই ইতিহাসে পাওয়া যায় নানা ধরনের প্রবণতা। যা গড়ে ওঠে ঐতিহাসিকের মনন, শিক্ষা, পরিবেশ, চিন্তা, ভাবনা, আদর্শ, চেতনা, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা থেকে।
আরও পড়ুনঃ-
একাদশ শ্রেণির ইতিহাস অন্যান্য অধ্যায়ের ছোট- বড় প্রশ্ন উত্তর:-
[Class 11 History Notes] প্রথম অধ্যায়:-
ইতিহাস-জ্ঞান
[Class 11 History Notes] দ্বিতীয়
অধ্যায়:-
আদি মানব থেকে আদি সংস্কৃতি
[Class 11 History Notes] তৃতীয়
অধ্যায়:-
রাষ্ট্রব্যবস্থার বিবর্তন
: শাসন পদ্ধতি ও প্রতিষ্ঠানের ধারণা
[Class 11 History Notes] চতুর্থ
অধ্যায়:-
রাষ্ট্রের প্রকৃতি ও তার পরিচালন-যন্ত্র
[Class 11 History Notes] পঞ্চম অধ্যায়:-
অর্থনীতির ধরন
[Class 11 History Notes] ষষ্ঠ অধ্যায়:-
সমাজের গতিময়তা
[Class 11 History Notes] সপ্তম অধ্যায়:-
ধর্ম
[Class 11 History Notes] অষ্টম অধ্যায়:-
প্রসারিত দিগন্ত
তথসুত্রঃ-
১.ভারত ও বিশ্বের ইতিহাস by J. K. Pahari & Sayantan Das, retrieve on 23.11.22.
