[New] আঞ্চলিক শক্তির উত্থান || অষ্টম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় || Class 8th History Questions And Answers Chapter -1

 


আঞ্চলিক শক্তির উত্থান  (অষ্টম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়)

Class 8th History Questions And Answers Chapter -1 

Class 8 History Notes


অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর | Class 8 History Notes

1.     1. ঠিক শব্দটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করো :

 

1.1.                     ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার – (দেওয়ান / ফৌজদার / নবাব)।

উত্তরঃ-

 

1.2.                     আহমদ শাহ আবদালি ছিলেন- (মারাঠা / আফগান / পারসিক)।

উত্তরঃ-

 

1.3.                     আলিনগরের সন্ধি হয়েছিল (মির জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে মির কাশিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে)

উত্তরঃ-

 

1.4.                     ব্রিটিশ কোম্পানিকে বাংলা-বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন- (সম্রাট দ্বিতীয় শাহ আলম / সম্রাট ফাররুখশিয়র/ সম্রাট ঔরঙ্গজেব)।

 উত্তরঃ-

 

1.5.                      স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন – (টিপু সুলতান / সাদাৎ খান/ নিজাম)।

উত্তরঃ-


অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর  | Class 8 History Notes

2.     2. অতি সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ)

2.1.                     ফাররুখশিয়রের ফরমানের গুরুত্ব কি ছিলয়য়

উত্তরঃ-

 

 

2.2.                     কে, কীভাবে ও করে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তরঃ-

 

2.3.                     পলাশির লুণ্ঠন' কাকে বলে?

উত্তরঃ-

 

2.4.                     দ্বৈতশাসন ব্যবস্থা বলতে কী বোঝো?

উত্তরঃ-

 

2.5.                     ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল?

উত্তরঃ-

 

 

অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় 3-5 নম্বরের প্রশ্ন এবং উত্তর  | Class 8 History Notes

3.     3. নিজের ভাষায় লেখো (১২০-১৬০টি শব্দ ) :

 

3.1.                     অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল? তোমার বন্ধব্যের পক্ষে যুক্তি দাও। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল।

উত্তরঃ-

 

 

3.2.                     তোমার বন্ধব্যের পক্ষে যুক্তি দাও মির কাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকাদের ব্যক্তিগত ব্যবসার কী ভূমিকা ছিল।

উত্তরঃ-

 

 

3.3.                     বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল?

উত্তরঃ-

 

3.4.                      ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতার নীতি থেকে স্বত্ববিলোপ নীতিতে বিবর্তনকে কীভাবে ব্যাখ্যা করবে?

উত্তরঃ-

 

3.5.                      মুর্শিদকুলি খান ও আলিবর্দি খান-এর সময়ে বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্র কেমন ছিল?

উত্তরঃ-

 

আরও পড়ুন

অষ্টম শ্রেণির ইতিহাস অন্যান্য অধ্যায়ের ছোট- বড় প্রশ্ন উত্তর:-

3. ঔপনিবেশিক কর্তিত প্রতিষ্ঠা (অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়) | Class 8 History Notes

4. ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র (অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়) | Class 8 History Notes

5. ঔপনিবেশিক শাসনরে পতিক্রিয়াঃ সহযোগিতা ও বিদ্রোহ (অষ্টম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়) | Class 8 History Notes

6. জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (অষ্টম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় অধ্যায়) | Class 8 History Notes

7. ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন (অষ্টম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়) | Class 8 History Notes

8. সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ (অষ্টম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায়) | Class 8 History Notes

9. ভারতীয় সংবিধানঃ গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার (অষ্টম শ্রেণির ইতিহাস নবম অধ্যায়) | Class 8 History Notes





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url